জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিল শুনানির জন্য খালেদা জিয়াকে নিজ খরচে পেপারবুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুত করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৩ নভেম্বর) সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
খালেদা জিয়ার আইনজীবি সিনিয়র এডভোকেট জয়নুল আবদীন বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করো অনুকম্পা চান না। তিনি আইনিভাবে মামলার নিষ্পত্তি করতে চান। আমরা এই মামলার আপিল শুনানির উদ্যোগ হিসেবে আদালতে গিয়েছি। আমরা কোর্টের অনুমতি নিয়ে নিজেরা পেপারবুকটা তৈরি (আপিলকারির খরচে) আপিল শুনানি করতে আবেদন করেছিলাম। আদালত মঞ্জুর করেছে। পেপারবুক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের অরেক আইনজীবী কায়সার কামাল বলেন, বিএনপি চেয়ারপারসনের দÐ এই মামলায় মওকুফ করা হয়েছে। তারপরও আপিল শুনানি কেন? তিনি (খালেদা জিয়া) আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি মামলাটি মওকুফ করেছেন। আমাদের আইনগতভাবে মোকাবিলা করতে নির্দেশ দিয়েছে। সুতরাং পেপারবুক তৈরি কওে আপিল শুনানি জন্য আদারতের কাছে নিয়ে আসব।