জিডির তদন্তে কাজ করবে কুইক রেসপন্স টিম: ডিএমপি কমিশনার

New-Project-75.jpg
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরে আমরা সেবক হতে চাই। থানায় জিডি হবে। জিডি হওয়ার ৪৮/৭২ ঘণ্টা পর নয়, ২/১ ঘণ্টার মধ্যে সাড়া দেবেন পুলিশ অফিসার। তিনি অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনবেন। গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেবেন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমি একজন সেবক। আমি রেভিনিউ, ট্যাক্স কালেক্টর না। আমার কাজ জনগণকে সেবা দেওয়া। তেজগাঁও থানায় ৫০০ মামলা হোক সমস্যা নেই। সে জন্য আমি জবাবদিহি করবো। কেন ৫০০ মামলা হলো। সেটার জবাব আমি দেবো। মামলা হোক, জিডি হোক, সমস্যা নাই। কিন্তু কোনও ঘটনা যেন হাইড না থাকে। যে ঘটনায় মামলা হওয়ার কথা সেটার জন্য মামলাই নিতে হবে, যেটার জন্য জিডি নেওয়ার কথা সেটার জিডিই হতে হবে।

তিনি আরও বলেন, এই কাজটি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমি শুরু করব ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো, আপনি যে থানায় গিয়ে জিডি করলেন এটার রেসপন্স টাইমকে আমি কমিয়ে আনতে চাই। যাতে আপনি এক দুই ঘণ্টার মধ্যে একজন পুলিশ অফিসারের সাক্ষাৎ পান। তার কাছে আপনি আপনার অভিযোগটা বলতে পারেন।

Leave a Reply

scroll to top