চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে এমভি আল বাখেরা হত্যার শিকার সাতজনের একজন সজীবুল ইসলাম। তার মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগেই পরিবারে আবারও নেমে এসেছে শোকের ছায়া। ছেলে সজীবুলের মুত্যু শোকে এবার পরপারে পরি জমিয়েছে বাবা দাউদ মোল্যা।
শুক্রবার সকালে দাউদ মোল্যার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন সজীবুলের মামা আহাদ সর্দার। তিনি জানান, মঙ্গলবার সজীবুলের মৃত্যুর খবর শোনার পর কেঁদেই চলেন বাবা দাউদ মোল্লা। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন স্বজনরা। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত পৌনে ১২টার দিকে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, জাহাজে হত্যার শিকার সজীবুলের বাবা দাউদ মোল্যার মৃত্যুর সংবাদ রাতেই জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।