জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী

New-Project-14-7.jpg
নিজস্ব প্রতিবেদক

শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একাত্তরের বিরোধিতাকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে।

রোববার (২৯ ডিসেম্বর) জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ১৫ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে।

তিনি বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে অংশ নিয়েছিলো। ইসলামের নামে তারা বারবার জাতির সাথে মুনাফিকি করেছে।

উপদেষ্টারা অনেকে ছবক দেয় চাঁদাবাজ না আসুক। কাদের উদ্দেশে। বিএনপি কোনো প্রতিষ্ঠান দখল করতে গিয়েছে? কীভাবে ইসলামী ব্যাংক দখল করেছেন তা দেশবাসী দেখেছে।
পাড়ায় মহল্লায় সিএনজি বাসস্ট্যান্ড দখল করেছেন। কারা রগ কাটা পার্টি জনগণ তা জানে। আপনাদের একাত্তরের ভূমিকা কি তা জণগন জানে। আপনারা বাংলাদেশের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন।

Leave a Reply

scroll to top