জাবি উপাচার্যের সাথে ‘নিসচা’র সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

New-Project-32-1.jpg

জাবি উপাচার্যের সাথে 'নিসচা'র সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের (জাবি)পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের প্রস্তাবনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান সাথে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান  করেছে “নিরাপদ সড়ক চাই-নিসচা” এর সদস্যবৃন্দ।

সোমবার (১০মার্চ) ক্যাম্পাসের পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত এ স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে উল্লেখিত তাদের দাবি গুলো হল ক্যাম্পাসের প্রতিটি ভবনে র‍্যাম্প ও লিফটের ব্যবস্থা করা শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়ক অবকাঠামো তৈরি করা, সকল সড়কের পাশে প্রশস্ত ও নিরাপদ ফুটপাত নির্মাণ,শুধুমাত্র নির্দিষ্ট কিছু রুটে অটো চাপুর অনুমতি (যেমন: ডেইরি থেকে গেরুয়া, বিশ্ববিদ্যালয়ের মেইন রোড), সাইকেলের চলাচলের সুবিধার্থে নির্দিষ্ট রাস্তাগুলোতে ব্যারিকেড স্থাপন, যেখানে অটো চলবে সেসব রস্তাকে যথেষ্ট প্রশস্ত করা, ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তারক্ষীদের টহল বৃদ্ধি। 

এছাড়া বাইকের মতো বাইসাইকেল রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম চালু, সীমিত গতির ব্যাটারি চালিত অটোবাইক চালু, ক্যাম্পাসে প্রবেশের আগে মোটরযানের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স চেক ও নথিভুক্তকরণ, প্রতিটি সড়কের পাশে ফুটপাত নির্মাণ, যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ ও নিয়ম ভঙ্গকারীদের জরিমানা নিশ্চিতকরণ, মেয়েদের হল সংলগ্ন এস্তা সংস্কার, বটতলা থেকে রবীন্দ্রনাথ ভবন পর্যন্ত রাস্তা ঢালাই, রফিক-জব্বার ও ২১ নং হলের মধ্যবর্তী রাস্তা নির্মাণ, প্রধান গেটগুলো উঁচু করা ও উন্নত মানের গেট স্থাপন, নির্মাণকাজের ধূলাবালি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ, যেখানে-সেখানে আগুন জ্বালানো বন্ধ করা, শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যাটারি চালিত ইজি-অটো চালু, যানবাহন চালকদের জন্য সুনির্দিষ্ট নিয়মাবলি প্রণয়ন, নির্দিষ্ট পিকআপ ও ড্রপ-অফ পয়েন্ট নির্ধারণ, ডেইরি গেটে ছিনতাই প্রতিরোধে সিসিটিভি, নিরাপত্তারক্ষী ও পর্যাপ্ত আলোর বাবস্থা,বিশ্ববিদ্যালয়ের গেটগুলোতে বহিরাগতদের নিয়ন্ত্রণ ও টহল বৃদ্ধিরি দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানের সময়  মাননীয় উপাচার্যে পাশাপাশি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) জনাব ড. সোহেল আহমেদ, প্রক্টর ও নিসচা এর মাননীয় উপদেষ্টা জনাব ড. এ. কে. এম. রাশিদুল আলম।

বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে প্রতিনিধি-দলে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. তানভীর রহমান, সদস্য সচিব ফয়সাল আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য আনাস বিন আলম সহ সংগঠনের কার্যকরী পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

Leave a Reply

scroll to top