জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের প্রস্তাবনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান সাথে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেছে “নিরাপদ সড়ক চাই-নিসচা” এর সদস্যবৃন্দ।
সোমবার (১০মার্চ) ক্যাম্পাসের পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত এ স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে উল্লেখিত তাদের দাবি গুলো হল ক্যাম্পাসের প্রতিটি ভবনে র্যাম্প ও লিফটের ব্যবস্থা করা শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়ক অবকাঠামো তৈরি করা, সকল সড়কের পাশে প্রশস্ত ও নিরাপদ ফুটপাত নির্মাণ,শুধুমাত্র নির্দিষ্ট কিছু রুটে অটো চাপুর অনুমতি (যেমন: ডেইরি থেকে গেরুয়া, বিশ্ববিদ্যালয়ের মেইন রোড), সাইকেলের চলাচলের সুবিধার্থে নির্দিষ্ট রাস্তাগুলোতে ব্যারিকেড স্থাপন, যেখানে অটো চলবে সেসব রস্তাকে যথেষ্ট প্রশস্ত করা, ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তারক্ষীদের টহল বৃদ্ধি।
এছাড়া বাইকের মতো বাইসাইকেল রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম চালু, সীমিত গতির ব্যাটারি চালিত অটোবাইক চালু, ক্যাম্পাসে প্রবেশের আগে মোটরযানের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স চেক ও নথিভুক্তকরণ, প্রতিটি সড়কের পাশে ফুটপাত নির্মাণ, যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ ও নিয়ম ভঙ্গকারীদের জরিমানা নিশ্চিতকরণ, মেয়েদের হল সংলগ্ন এস্তা সংস্কার, বটতলা থেকে রবীন্দ্রনাথ ভবন পর্যন্ত রাস্তা ঢালাই, রফিক-জব্বার ও ২১ নং হলের মধ্যবর্তী রাস্তা নির্মাণ, প্রধান গেটগুলো উঁচু করা ও উন্নত মানের গেট স্থাপন, নির্মাণকাজের ধূলাবালি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ, যেখানে-সেখানে আগুন জ্বালানো বন্ধ করা, শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যাটারি চালিত ইজি-অটো চালু, যানবাহন চালকদের জন্য সুনির্দিষ্ট নিয়মাবলি প্রণয়ন, নির্দিষ্ট পিকআপ ও ড্রপ-অফ পয়েন্ট নির্ধারণ, ডেইরি গেটে ছিনতাই প্রতিরোধে সিসিটিভি, নিরাপত্তারক্ষী ও পর্যাপ্ত আলোর বাবস্থা,বিশ্ববিদ্যালয়ের গেটগুলোতে বহিরাগতদের নিয়ন্ত্রণ ও টহল বৃদ্ধিরি দাবি জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানের সময় মাননীয় উপাচার্যে পাশাপাশি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) জনাব ড. সোহেল আহমেদ, প্রক্টর ও নিসচা এর মাননীয় উপদেষ্টা জনাব ড. এ. কে. এম. রাশিদুল আলম।
বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে প্রতিনিধি-দলে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. তানভীর রহমান, সদস্য সচিব ফয়সাল আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য আনাস বিন আলম সহ সংগঠনের কার্যকরী পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।