জাবিতে রিকশার ধাক্কায় ছাত্রী নিহত, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ

New-Project-7-4.jpg
নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রাণ হারানো ওই ছাত্রীর নাম আফসানা করিম রাচি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর মার্কেটিং ৫৩ ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, সন্ধ্যার দিকে কলা ভবনের সামনের রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসান করিম। এসময়, হঠাৎ দ্রুত গামী একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর জখম হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. শামসুর রহমান বলেন, আফসানকে গুরুতর আহত অবস্থায় আমাদের মেডিকেলে আনা হয়। অবস্থার অবনতি হচ্ছে দেখে আমরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।

Leave a Reply

scroll to top