জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে মহাসড়কে যানজট নিরসনে ঐকান্তিকভাবে পুলিশ, বিজিবি সদস্যদের সাথে কাজ করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জাবি শাখার সদস্যরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই জাবি শাখার সদস্য সচিব ফয়সাল আহম্মেদ স্বাধীন বিষয়টি জানিয়েছেন।
নিসচা জাবি শাখার ভর্তি পরীক্ষা কেন্দ্রিক সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পাসে সুশৃংখল পরিবেশ রক্ষায় নিরাপদ সড়ক চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার “ওয়ান স্টপ সার্ভিস” সুবিধা চালু করেছি আমরা।
নিসচা জাবি শাখার প্রত্যেকটি সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪ ২৫ সেশনের ভর্তি পরীক্ষার প্রথম দিন তথা ৯ই ফেব্রুয়ারি থেকে আজকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত ক্যাম্পাসের সুশৃংখল পরিবেশ বজায় ছিল।
ঢাকা আরিচা মহাসড়কে যানজট নিরসনে তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। নিসচা প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন স্যার যেই স্বপ্ন নিয়ে ১৯৯৩ সাল থেকে যেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন,সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।