জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের(বাগছাস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সকল অংশীজনের উপস্থিতিতে গণইফতার এর পাশাপাশি হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে চারটার পর থেকে সেন্ট্রাল ফিল্ডে ইফতারের আয়োজন শুরু হয়। ইফতারে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা ছিল । মাগরিবের নামাজের পর মাগুরায় ধর্ষণের শিকার শহীদ আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হামদ ও নাথ পরিবেশব করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, পবিত্র রমজানে সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। শুধু রমজানে আমরা সকলেই সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি কিন্তু বাকি ১১ মাস আমরা এর শিক্ষা ভুলে যাই। আমাদের সকলের উচিত রমজান মাসের শিক্ষা গ্রহণ করে সারাবছর সকল অন্যায়, অনিয়ম থেকে নিজেকে সংযত রাখা।
এ প্রসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব জিয়াউদ্দিন আয়ান বলেন, “ইফতার অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার মনোভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে।এখানে সকল সম্প্রদায় এবং পেশার মানুষ মিলিত হয়ে একে অপরের সাথে ইফতার করেছেন।”
এছাড়াও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম সহ সহস্রাধিক শিক্ষার্থী।