জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আরও চারটি ১৪ সিট বিশিষ্ট লিথিয়াম ব্যাটারী চালিত ইলেকট্রিক কার্ট পরীক্ষামূলকভাবে চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ ইলেকট্রিক কার্টের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। মা এন্টারপ্রাইজ নামক একটি টেকনোলজি কোম্পানি এ কার্টের প্রযোজনা করেছেন। তাছাড়া কার্টের মনিটরিং, নিরাপত্তা, দূর্ঘটনা রোধ সহ সার্বিক বিষয়ে দায়িত্বে রয়েছে কোম্পানিটি। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মা এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মুহতাসীম আল রাফি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতিতে আমরা চারটি সাটল বাস চালু করছি আজ। এই কার্ট খুবই পরিবেশ বান্ধব। একইসাথে যাতায়াত ভাড়াও কমে আসবে। এই পরিবেশ বান্ধব গাড়িটিতে থাকবে ডিজিটাল পেমেন্ট ব্যাবস্থা ও কেন্দ্রীয় ভাবে মনিটরিং এর সুযোগ। চাইলে যেকোনো সময় এই গাড়ি বন্ধ করে দেওয়া যাবে। ভবিষ্যতে জাবির পরিবহন ব্যাবস্থায় সেবা করার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, গত বছরে ব্যাটারী রিকশায় একজন শিক্ষার্থী নিহত হয়, সে সময় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় অটোরিকশা বন্ধ করা হয়। তারই প্রেক্ষিতে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে আমাদের এই উদ্যোগ নেওয়া হয়। তিনি মা এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, এগুলো পরীক্ষামূলক ভাবে চলবে।
এই গাড়িগুলো লিথিয়াম ব্যাটারীতে চালিত, তাই এটি পরিবেশ বান্ধব। পরীক্ষামূলকভাবে চলার পর সকলের মতামত ও পরামর্শ নিয়ে ভাড়া যেটা নায্য সেটা নির্ধারণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের সুবিধার জন্য এ কাজে আমাকে দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টর নিরলসভাবে কাজ করে গেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেইসাথে আর কোনো শিক্ষার্থী যেন মর্মান্তিক দূর্ঘটনার শিকার না হন সেজন্য আমাদের এই প্রচেষ্টা। শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী কম ভাড়া নির্ধারণ করা হবে। গতবছরে অটোরিকশার দূর্ঘটনার পরও কিছু অংশীজন পুনরায় অটোরিকশা চালুর দাবি করেছিল।কিন্তু আমরা সেটা না করে সামান্য অপেক্ষা করে এই সেবা চালু করছি। আশা করি তা শিক্ষার্থীদের কল্যাণে আসবে।
ইলেকট্রিক কার্ট চালুর এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, পরিবহন অফিসের দায়িত্বরত শিক্ষক অধ্যাপক আওলাদ হোসেন, বিজ্ঞান কারখানার প্রকৌশলী মশিউর রহমান প্রমুখ।