জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

New-Project-28-1.jpg

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য রেলি,আলোচনা সভা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

সোমবার (১০মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সার্কিট হাউজ এর সামনে থেকে ঘুরে এসে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

রেলি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সম্মেলন পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া (জনি) এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: ইসরাক হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন,ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যগণসহ গণমাধ্যম ও মিডিয়া কর্মী এবং গণমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্যোগ প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া, তাই সকলকে দুর্যোগপূর্ব,দুর্যোগ কালীন এবং দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে সম্পর্কে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হয়। একই সাথে রেড ক্রিসেন্ট সোসাইটি কে প্রতিটি স্কুলে একটি দুর্যোগ ইউনিট গঠনের প্রদান করা হয়। এছাড়া অগ্নি নিরাপত্তা করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন বাজার,শপিং মল ও স্কুলে অগ্নি নির্বাপক মহড়া করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন স্কুল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ফায়ার এক্সটিংগুইমার যেন সচল থাকে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

scroll to top