জাতীয়তাবাদে বিশ্বাসী বলেই জুলুম-নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে পালাইনি: টিপু

New-Project.jpg
পিরোজপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, জাতীয়তাবাদে বিশ্বাসী বলেই জুলুম-নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে পালাইনি।

শুক্রবার (০৭মার্চ) বিকেলে পৌর বিএনপি’র আহবায়ক শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে ও পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপি’র কার্যালয়ে ‘তারেক রহমানের ঐক্যের ডাকে আহবানে’ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী বলে বহু জেল, জুলুম, নির্যাতন,অন্যায় সহ্য করেও এই বাংলাদেশেই আছি, আওয়ামী ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা ও তার দোসরদের মত আমরা এ দেশ ছেড়ে পালাইনি।

তিনি আরও বলেন, যারা সত্যি কারের দেশপ্রেমিক, যারা এ দেশকে ভালোবাসে তারাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী। ফ্যাসিবাদী, স্বৈরাচারী,খুনি শেখ হাসিনা বিএনপিকে শেষ করার জন্য সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মিথ্যা মামলা দিয়ে,বহু নির্যাতন করেছে, বহু অপবাদ দিয়েছে তবুও তাকে শেষ করতে পারেনি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বহু নির্যাতন করিয়েছে, জেল খাটিয়েছে, এমনকি দেশছাড়া করেছে।আমাদের বহু কেন্দ্রীয় ত্যাগী নেতাকে মিথ্যে মামলা দিয়ে জেলে পুড়ে,আয়না ঘরে আটকে রেখে মেরে ফেলেছে আমরা এখনো সঙ্গবদ্ধভাবে আছি,বিএনপিকে শেষ করতে পারে নাই। এই দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করে আমরাই এ দেশ পরিচালনার হাল ধরবো ইনশাআল্লাহ। কোন অপশক্তি আমাদেরকে নস্যাৎ করতে পারবে না।

পৌর বিএনপি’র সদস্য সচিব সরোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আকন, নজরুল ইসলাম খান,শেখ হাসানুল কবির লীন,জাকির হোসেন রোকন প্রমুখ।

Leave a Reply

scroll to top