জাইকা প্রধানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

New-Project-4-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বাংলাদেশে নিযুক্ত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

‎দ্বিপাক্ষিক আলোচনায় নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার উন্নয়ন বিশেষ করে পানি লবণাক্ততা নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি নোবিপ্রবির চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জাইকার সহযোগিতা কামনা করেন। সাক্ষাতকালে অধ্যাপক ইসমাইল জাইকা প্রতিনিধিকে নোয়াখালী ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানান।

‎সাক্ষাৎ শেষে দুই পক্ষের মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় হয়, যেখানে উপাচার্য ড. ইসমাইল নোবিপ্রবির পক্ষ থেকে একটি চিত্রফ্রেম ও স্মারক তুলে দেন।

‎এর আগে, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফিফ্থ জাইকা লেকচার শীর্ষক সেমিনারে অংশ নেন। “The History and Future of Nursing in Japan and Bangladesh” শীর্ষক এই সেমিনারে জাপান ও বাংলাদেশের নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যখাতে জাইকার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎উল্লেখ্য, নোবিপ্রবির নেতৃত্বে দেশের দক্ষিণাঞ্চলে পানির মান উন্নয়ন, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং গবেষণাভিত্তিক প্রকল্প পরিচালনায় জাইকার কারিগরি ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

scroll to top