নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বাংলাদেশে নিযুক্ত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
মঙ্গলবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক আলোচনায় নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার উন্নয়ন বিশেষ করে পানি লবণাক্ততা নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি নোবিপ্রবির চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জাইকার সহযোগিতা কামনা করেন। সাক্ষাতকালে অধ্যাপক ইসমাইল জাইকা প্রতিনিধিকে নোয়াখালী ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে দুই পক্ষের মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় হয়, যেখানে উপাচার্য ড. ইসমাইল নোবিপ্রবির পক্ষ থেকে একটি চিত্রফ্রেম ও স্মারক তুলে দেন।
এর আগে, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফিফ্থ জাইকা লেকচার শীর্ষক সেমিনারে অংশ নেন। “The History and Future of Nursing in Japan and Bangladesh” শীর্ষক এই সেমিনারে জাপান ও বাংলাদেশের নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যখাতে জাইকার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, নোবিপ্রবির নেতৃত্বে দেশের দক্ষিণাঞ্চলে পানির মান উন্নয়ন, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং গবেষণাভিত্তিক প্রকল্প পরিচালনায় জাইকার কারিগরি ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।