বিপিএলের এবারের আসরটা জয় দিয়েই শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে চার উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে মাত্র ইয়াসির আলী রাব্বির ৪৭ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে রাজশাহী। বড় রান তাড়ায় নেমে দ্রুত ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।তারকায় ভরা দলটির ওপেনার নাজমুল শান্ত, তামিম ইকবাল ব্যর্থ হয়েছেন। রানের খাতা খোলার আগেই ফেরেন শান্ত। ৫ বলে ৭ রান করে এলবিডব্লিউ হন তামিম। রান পাননি কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম। তাওহীদ হৃদয় আশা দিলেও সাজঘরে ফিরেছেন। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করে বরিশাল।
এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শাহীন শাহ আফ্রিদি। তিন ছয় ও এক চারের মারে ১৭ বলে ২৭ রান করে তাসকিনের শিকার হন আফ্রিদি। কিন্তু থেমে থাকেননি মাহমুদউল্লাহ। তার যোগ্য সঙ্গী হিসেবে পাশে ছিলেন ফাহিম আশরাফ।
জয়ের জন্য শেষ ৫ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ১৬তম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৯ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারে তিন ছক্কা ও এক চারে ২৫ রান নেন ফাহিম আশরাফ। দুজনেই পূরণ করেন অর্ধশতক সেই সাথে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। দুই মিডল অর্ডার ব্যাটারের এমন ঝোড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২৬ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন রিয়াদ। ফাহিম অপরাজিত ছিলেন ২১ বলে ৩৪ রানে।