প্রকাশ্যে এসেছে রোহিত শর্মা এবং রীতিকা সাজদের ছেলের নাম। রবিবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছেলের নাম জানিয়েছেন রীতিকা নিজেই।
রোহিত-রীতিকা ছেলের কী নাম রাখেন, তা নিয়ে শুরু থেকেই আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। ডিসেম্বরের প্রথম দিনই সেই কৌতূহলের অবসান ঘটালেন রোহিতের স্ত্রী। ভারতের টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কের ছেলের নাম রাখা হয়েছে ‘আহান’।
রবিবার বড়দিন উপলক্ষে একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন রীতিকা। তাতে চারটি পুতুলের ছবি দিয়েছেন তিনি। একটি পুতুলের টুপিতে নিজের, একটিতে রোহিতের, একটিতে মেয়ে সামাইরার নাম লিখেছেন। আর একটি ছোট পুতুলের টুপিতে লিখেছেন ‘আহান’। পরিবারের চার জনের ছবি দিয়েছেন তিনি। ‘আহান’ নামের অর্থ ভোর বা সূর্যোদয়। ছেলের জন্মের ১৫ দিন পর তার নাম প্রকাশ্যে আনলেন রীতিকা।
বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন রোহিত। যদিও ছেলের জন্মের সময় স্ত্রীর সাথেই ছিলেন রোহিত। যার কারণে প্রথম টেস্টে মাঠে দেখা যায়নি হিটম্যানকে। পরবর্তীতে দ্বিতীয় টেস্টের আগেই দলের সাথে যোগ দেন তিনি। গত ১৫ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ায় রীতিকা রয়েছেন ভারতেই।