ছাত্রদল এখন শিবিরকে প্রতিপক্ষ মনে করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
জাহিদুল বলেন, ছাত্রদল এখন আমাদেরকে প্রতিপক্ষ মনে করছে, কারণ তারা ছাত্রলীগকে আর কাছে পাচ্ছে না।
তিনি বলেন, “ছাত্রলীগ কোথায় আছে, তা আল্লাহই ভালো জানেন। তবে ছাত্রদলের কাছে এখন ছাত্রশিবিরই একমাত্র দৃশ্যমান শক্তি, এবং এটাকে তারা প্রতিপক্ষ মনে করছে কিনা, সেটা তাদের বিচার্য।”
শিবির সভাপতি জানান, ছাত্রশিবিরের কোনো বক্তব্যই উসকানিমূলক নয়। তিনি বলেন, “আমাদের আন্দোলনের মূল কৌশল ছিল স্তরভিত্তিক নেতৃত্ব। এক স্তরের নেতা গ্রেপ্তার হলে পরের স্তরের নেতৃত্ব তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেয়। এই কৌশলই আমাদের আন্দোলনে সফলতা এনে দিয়েছে।”
তিনি আরও বলেন, “গোটা দেশের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে। যারা জীবন দিয়েছেন, তারা আমাদের গর্ব, আর যারা আহত হয়েছেন, তাদের ত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।”
জাহিদুল ইসলাম ছাত্রদলের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে বলেন, “এই ধরনের মন্তব্য বিভাজন সৃষ্টির জন্য করা হচ্ছে কিনা, সেটা তাদের বোঝা উচিত। ঐক্যের স্বার্থে আমাদের সবাইকে উদারতার পরিচয় দিতে হবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যই আমাদের মূল শক্তি।”
তিনি দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বলেন, “১৫ বছরে শিক্ষাব্যবস্থাকে বিভক্ত করা হয়েছে। শহর ও গ্রামীণ শিক্ষার মধ্যে বৈষম্য, মাদ্রাসা ও আধুনিক শিক্ষার মধ্যে ফারাক সৃষ্টি করা হয়েছে। উচ্চশিক্ষা এখন শুধু সার্টিফিকেটনির্ভর হয়ে গেছে, যেখানে গবেষণার সুযোগ প্রায় নেই।”
তিনি এই পরিস্থিতির পরিবর্তনে সরকারের কাছে দাবিও জানিয়েছেন তিনি।