চ্যাম্পিয়নদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

New-Project-17-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে বরণ করে নিতে আবারও প্রস্তুত ছাদখোলা বাস। ২০২২ সালে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার মেয়েরা। এবারের মতো গতবারও নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক দলকে হারিয়েই শিরোপা নিয়ে দেশে ফিরেছিল সাবিনা খাতুনের দল।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় তারা। তার আগে হোটেলে কেক কাটার পাশাপাশি স্টাফদের সঙ্গে ছবিও তোলেন সাবিনা-ঋতুপর্ণারা।

দুপুর সোয়া দুইটায় বাংলাদেশ দলের ঢাকায় পৌছার কথা। এরপর বিমানবন্দরে তাদের বরণ করে নিয়ে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়ার কথা

Leave a Reply

scroll to top