চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ৩ যাত্রী নিহত

New-Project-89.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

কুমিল্লা চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা নাগাদ কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথ দিঘী ইউনিয়নের ঘাংড়া নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কুমিল্লার মুরাদনগর থানার হোসেনপুর গ্রামের মো. নশু মিয়া (৪০)।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. খায়রুল আলম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি গাংরা এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন। নিহতের তিনজনই পুরুষ। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এসপি।

Leave a Reply

scroll to top