বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন শহীদ যুবদল কর্মী মো: তারিকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এসময় শহীদের কবর জিয়ারত করা হয়।
তারেক রহমানের নির্দেশনায় রোববার (৩০ মার্চ) এ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো:আসাদুজ্জামান রিংকু বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় মানুষের কল্যাণের জন্য কাজের নির্দেশনা দিয়ে আসছেন। আমার আমাদের নেতার নির্দেশনায় কাজ করার চেষ্টা করছি।
তিনি বলেন, তারিক ভাই ছিলেন বিএনপির জন্য নিবেদিত প্রাণ। স্বৈরাচার হটাও আন্দোলনে তারিক ভাই সব সময়ের মতো এবার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আয়োতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এবং এর মাধ্যেমের চাঁপাইনবাবগঞ্জ থেকে স্বৈরাচারের দোসরদের মুছে দিতে হবে। আমরা শান্তি চাই, গণতন্ত্র চাই। সুবিচার চাই, সমমতা চাই। কোনো আইন অমান্যকারীকে দেখতে চাই না।
ঈদ উপহার পাওয়া শহীদ পরিবারের সদস্যরা তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক ইউসুফ রাজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহের, সদস্য ফিরোজ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন মিম, চৌডালা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির, সদস্য সোহেল। গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আসিফ আহমেদ, সোহেল রানা, মুহায়মিনুল, সদস্য আসাদুল সহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।