চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ৮ বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

New-Project-26-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগরে খুলনাগামী তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে। বুধবার (২৩ অক্টোবর) ভোররাত ৩টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে ডাউন সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

উথলী রেল স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনছারবাড়ীয়া রেল স্টেশনটি ক্লোজ ডাউন স্টেশন। সেখানে কোনো স্টেশন মাস্টার নেই। রাতে তেলবাহী ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। তবে ট্রেনটি আনছারবাড়ীয়া রেল স্টেশনের ডাউন সিগন্যালের ১১ নম্বর পয়েন্টের কাছে পৌঁছালে ৮টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ শুরু করেছে। উদ্ধার কাজ এখনও চলছে।

Leave a Reply

scroll to top