চুড়ান্ত হল খালেদা জিয়ার বিদেশ যাওয়ার তারিখ

New-Project-12-5.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের বিদেশ চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে চুড়ান্ত হয়েছে চিকিৎসা সফরের সূচি। সাত জন চিকিৎসকসহ ১৬ জন সদস্যের একটি টিম নিয়ে চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারী লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৭ জানুয়ারি রাত ১১টায় লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন তিনি। সফরসঙ্গী হিসেবে বেগম জিয়ার সঙ্গে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক, কর্মকর্তা ও পরিবারের সদস্যরা।

বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে সভাপতি তাবিথ মোহাম্মদ আউয়াল, ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দীক, ডা. নুরুদ্দীন আহমাদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, ডা. শরিফা করিম স্বর্ণা, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এ বি এম সাত্তার, বিএনপি চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, প্রটোকল কর্মকর্তা এস এম পারভেজ, হাউজমেড ফাতেমা বেগম এবং রুপা শিকদার।

ইতোমধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তার আসন্ন সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্পূর্ণ সফরে ভিআইপি প্রটোকল পাবেন খালেদা জিয়া।

Leave a Reply

scroll to top