চীনে পথচারীদের উপর গাড়ি চাপায় নিহত ৩৫, আহত ৪৩

New-Project-52.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

চীনের দক্ষিণাঞ্চলে একটি আউটডোর স্পোর্টস সেন্টারের মাঠে শরীরচর্চারত জনতার ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪৩ জন।

স্থানীয় সময় সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক চালক।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সোবমবার রাত ৮টার দিকে দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের ঝুহাই স্পোর্টস সেন্টারে শরীরচর্চারত নাগরিকদের ওপর গাড়িটি উঠে গেলে এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।’

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ৬২ বছর বয়সী চালক, যার পদবি ফ্যান, একটি ছোট এসইউভি গাড়ি নিয়ে গেট দিয়ে জোর করে প্রবেশ করেন এবং স্পোর্টস সেন্টারের অভ্যন্তরীণ সড়কে ব্যায়ামরত লোকজনকে চাপা দেন। পুলিশ তাকে গাড়ির ভেতরে নিজের গলায় ও শরীরের অন্যান্য স্থানে আঘাত করতে দেখে দ্রুত আটক করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ফ্যান বর্তমানে কোমায় আছেন। শরীরে আঘাতের কারণে তিনি জিজ্ঞাসাবাদের জন্য উপযোগী অবস্থায় নেই বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

scroll to top