চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

New-Project-45-4.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। কইসঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের হুমকিও দিয়েছে রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার (২৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল।

তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাশ প্রভুকে ড. ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোনো পরিষেবা যেতে দেবো না।

Leave a Reply

scroll to top