চিকিৎসা শেষে গানে ফিরেছেন সাবিনা ইয়াসমিন

New-Project-34-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আর তাই ফিরছেন গানে। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি বড় অনুষ্ঠানে গাইবেন এই সংগীতশিল্পী। এরপর যাবেন চট্টগ্রামেও। সেখানের একটি স্টেজ শোতেও অংশ নেবেন তিনি। এমনটাই জানালেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।

সাবিনা ইয়াসমিন বলেন, আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুবই ভালো লাগছে।

তিনি আরও জানান, ইতিমধ্যেই কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান নিয়ে কথা বলেছেন। স্টেজ শোর ফাকেই নতুন গানগুলোর রেকর্ডিং করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমকে সাবিনা ইয়াসমিন জানিয়েছেন তার জীবনে ঘটে যাওয়া কঠিন যুদ্ধের কথা। গেল বছরের ৭ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। এরপর চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিতে হয়েছে তাকে। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনা ইয়াসমীনের কথায়, এটা ছিল কঠিন এক যুদ্ধ তবে মনোবল ছিল শক্ত।

গেল মে মাসে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন সাবিনা ইয়াসমিন। এরপর চেকআপ করাতে একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে তাকে। আপাতত আর যাওয়ার দরকার পড়ছে না বলে জানান এই গায়িকা।

সাবিনা ইয়াসমিন বলেন, চিকিৎসাটা ছিল একটা কঠিন পরীক্ষা। একে জীবনযুদ্ধও বলা যায়। মনে হয়েছিল আল্লাহতায়ালা যেটাই চাইবেন সেটাই হবে। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়া। আর আমার মনে জোর ছিল আমি এ বিপদ কাটিয়ে উঠতে পারব। সেই চারটা মাস জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।

Leave a Reply

scroll to top