চাহিদামত কারিগরি প্রশিক্ষণ পান না ২৭ শতাংশ শিক্ষার্থী

New-Project-31.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

২৭ শতাংশ শিক্ষার্থী চাহিদানুযায়ী কারিগরি প্রশিক্ষণ পান না বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। শনিবার (২ নভেম্বর) ‘যুব কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলনে জরিপের ফলাফলে এসব তথ্য তুলে ধরেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির জ্যেষ্ঠ গবেষক ড. তৌফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

জরিপের ফলাফলে বলা হয়েছে, ২৩ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সুবিধা নেই। প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য র‌্যাম্প সুবিধাও নেই। এসব প্রতিষ্ঠানে মাত্র ৩০ শতাংশে ইন্টারনেট সংযোগ রয়েছে। মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের অংশ বাড়ানোর লক্ষ্য ধরে রাখা যাচ্ছে না। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝড়ে পড়ছে। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা আত্মীয় স্বজন প্রতিবেশী ও প্রশিক্ষণপ্রাপ্তদের কাছ থেকে তথ্য পেয়েছেন। সাধারণ প্রচারের চেয়ে সামাজিক প্রচারণা এবং আগের অভিজ্ঞতার আলোকে মানুষের কাছে পড়তে আসেন। প্রচারে তরুণদের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয় না।

চলতি বছরের এপ্রিল মাসে পরিচালিত জরিপে সাতক্ষীরা, সুনামগঞ্জ ও পঞ্চগড় জেলার প্রায় ছয়শ’ শিক্ষার্থীর মতামত গ্রহণ করা হয়েছে। মতামত দিয়েছেন ৬০ জন শিক্ষক ও প্রশিক্ষক। কথা হয়েছে ২৪০ জন অভিভাবকের সঙ্গে। এছাড়াও জাতীয় এবং স্থানীয় ৭৫ জনের সাক্ষাতকার নিয়েছে সিপিডির জরিপ দল।

Leave a Reply

scroll to top