চাহালের রেকর্ড ভাঙ্গলেন আর্শদীপ সিং

New-Project-46-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

২০২২ সালে অভিষেকের পর ভারতীয় ক্রিকেটে আস্থার প্রতীক হয়ে উঠেছেন আর্শদীপ সিং। তার সবচেয়ে বড় বিশেষত্ব হলো নতুন বলে দারুণ সুইং করানোর ক্ষমতা। আর সেই ক্ষমতার প্রমাণও দিয়েছেন অনেকবার। এবার যেন আবারও সেটা সকলকে মনে করিয়ে দিলেন তরুণ এই ভারতীয় ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জোড়া উইকেট শিকার করে মাত্র তিন বছরেই বনে গিয়েছেন আন্তর্জাতিক টি-২০ তে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার।

৬১ ইনিংসে ৯৭  উইকেটের মালিক এখন আর্শদীপ। ছাড়িয়ে গিয়েছেন সতীর্থ যুজবেন্দ্র চাহালকেও।চাহালের ৯৬ উইকেট শিকার করতে লেগেছিল ৭৯ ম্যাচ সেখানে মাত্র ৬১ ম্যাচে ই তাকে ছাড়িয়ে গেলেন আর্শদীপ।
সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার প্রথম পাঁচজনের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটটাও তার। যেখানে ১ উইকেট নেয়ার জন্য তিনি খরচ করেন মাত্র ১৩ বল ও ১৭.৯০ রান।

ইডেনে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচের প্রথম ওভারেই আঘাত হানেন আর্শদীপ। তার খাটো লেংথের ডেলিভারিতে পরাস্ত হন ফিল সল্ট। এ উইকেট নিয়ে চাহালের পাশে নাম লেখান এ বামহাতি পেসার। তবে চাহালকে টপকে যেতে বেশি সময় নেয়নি তিনি। নিজের পরের ওভারে এসেই তুলে নেন বেন ডাকেটের উইকেট। ফলে টপকে যান চাহালের করা ৯৬ উইকেটের রেকর্ড।

আর্শদীপের সামনে হাতছানি রয়েছে প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে একশত উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার। তবে তিনি যেভাবে আগাচ্ছেন তাতে বলাই যায় শততম উইকেটের রেকর্ড তার দখলে তিনি এই সিরিজ কে ই বেছে নিবেন তিনি। এমনকি ইনিংসের হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শত উইকেটের রেকর্ড টিও তার নামের পাশে যুক্ত করার সুযোগ আছে। এই রেকর্ড টি বর্তমানে পাকিস্তানের পেসার হারিস রউফের দখলে তিনি ৭১ ইনিংসে এই রেকর্ডটি করেন।

অবশ্য সব মিলিয়ে সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একশত উইকেটের রেকর্ডের মালিক আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ৫৩তম ইনিংসেই শততম উইকেটের স্বাদ নিয়েছিলেন রশিদ।

Leave a Reply

scroll to top