চাল বিক্রিতে অনিয়মের দায়ে রাঙ্গাবালীতে ওএমএস ডিলার ও সহযোগী আটক

চাল বিক্রিতে অনিয়মের
২৪ ঘণ্টা বাংলাদেশ

সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়মের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর বাজারের ওএমএস (খোলা বাজারে চাল বিক্রয়) ডিলার সোহাগ রাঢ়ী ও তার সহযোগী হেলাল উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দুপুরে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের বাহেরচর বাজারে ওএমএস ডিলার সোহাগ রাঢ়ীর চাল বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: মোহসীন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বাহেরচর বাজারের এই ডিলারের মাধ্যমে প্রতি কর্মদিবসে দুই শ’ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিকটণ চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া সিংহভাগ চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে বেশি দরে কালোবাজারে বিক্রি এবং যেসব সুবিধাভোগী চাল পায়-তাদেরকেও পাঁচ কেজিতে ৩৬০ গ্রাম ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে কালোবাজারে বিক্রির জন্য ডিলার সোহাগ ও তার সহযোগী হেলালের বসতঘরে মুজদ করা  ৮০ কেজি চাল এবং ওএমএস চালের ১০টি খালি বস্তা উদ্ধার করা হয়। এসময় তাদের আটক করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, চাল বিক্রিতে অনিয়ম করার দায়ে বাহেরচর বাজারের ওএমএস ডিলার সোহাগসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হবে। সেই সঙ্গে চাল বিতরণে অনিয়মের দায়ে নিয়ম অনুযায়ী এই ডিলার বাতিল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

scroll to top