চাঁদাবাজি এবং কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে তারেক রহমানসহ ৮ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম। এদিকে ২৬ লাখ টাকা কর ফাঁকির মামলা থেকেও তারেক রহমানকে খালাস দিয়েছেন বিশেষ জজ আদালত।
অব্যাহতি পাওয়া অন্যরা হলেন, তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, ওবায়দুল্লা খন্দকার, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার এ কে এম শোয়েব বাশুরী ওরফে হাবলু, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান ওরফে মানিক।