চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র

New-Project-2025-01-05T184532.844.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

জনপ্রিয় নায়িকা অঞ্জনার মৃত্যুর দুই দিনের মাথায় এবার চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন। জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রবীর মিত্রর ছেলে নিপুণ মিত্র জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে  ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়। নেওয়া স্থানান্তরিত করা হয় আইসিউতে। তবে সেখার থেকে আর ফিরে আসা হয়নি।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরাণ ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

Leave a Reply

scroll to top