প্রতিদিনের তাড়াহুড়োয় যাত্রা পথে যানবাহনের সাখে ছোটখাটো কিংবা কোন কোন ক্ষেত্রে বড় দুর্ঘটনার সম্মুখীন হই আমরা। কখনো কখনো সেই দুর্ঘটনার মূল্য কারো কারো জীবন দেয়। অনেকেই আবার অলৌকিকভাবে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেও যাই। তবে সেই সময় ঠিক যেন ফেরেশতা হয়ে আসেন কেউ। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের পূর্ব শহরতলিতে। মুম্বাইয়ের চুনাভাট্টি রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের নিচে পড়তে যাওয়া এক যাত্রীকে বাঁচিয়েছেন রূপালী কদম নামে এক নারী কনস্টেবল।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। ভয়ঙ্কর সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী ওই মহিলা যাত্রী ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন। এসময় তার পোশাকটি অন্য যাত্রীর ব্যাগের চেনে আটকে যায়। আর কিছু বুঝে উঠার আগেই ট্রেনটিও চলতে শুরু করে। ট্রেন যখন চলছিল তখন ওই যাত্রী ট্রেনের সাথে দৌড়াচ্ছিলেন কিন্তু গতি বেড়ে যাওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান।
কিন্তু সৌভাগ্যক্রমে, একজন মহিলা পুলিশ কনস্টেবল ঠিক সময়ে তাকে নিরাপদে টেনে নিয়ে যান। সেই নারী কনস্টেবলের দ্রুত চিন্তাভাবনা মহিলা যাত্রীর জীবন বাঁচিয়েছিল। মহিলা আহত হননি এবং কর্তৃপক্ষ তার সময়োপযোগী এবং সাহসী প্রতিক্রিয়ার জন্য কনস্টেবলের প্রশংসা করেছে।
স্ট্রেশনের কর্মকর্তারা জানান, ট্রেনটি গতি বাড়ানোর সাথে সাথে মহিলাটি তার ভারসাম্য হারিয়ে ফেলেন এবং প্ল্যাটফর্মের সাথে টেনে নিয়ে যান, এমনকি চাকার নীচে টানা এড়াতে নিজেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন। ডিউটিতে থাকা কনস্টেবল রূপালী কদম বিষয়টি লক্ষ্য করেন এবং যত দ্রুত সম্ভব চলন্ত ট্রেন থেকে মহিলাকে টেনে তুলতে ছুটে যান।
তিনি বলেন, দুজন মহিলাই প্ল্যাটফর্মে পড়ে যান। আধিকারিক বলেছেন যে সতর্ক মোটরম্যান ট্রেনটি অবিলম্বে থামিয়ে দেয় এবং কেউ আহত হয়নি।