চবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার অভিযোগ

New-Project-18-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের স শ স্ত্র হা ম লার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় ‘আপ্যায়ন’ নামে একটি দোকানে হামলা করেন ছাত্রলীগের কর্মীরা। এরপর আশপাশের আরও কিছু দোকানপাটে ভাঙচুর চালান তারা। এ সময় তারা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এতে শিক্ষার্থীসহ আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘঠনার প্রতিবাদে মিছিল নিয়ে রেলগেট এলাকায় যায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ ও যুবলীগের একটি দোকান ভাঙচুর করে বলে জানান স্থানীয়রা। সেখানে সাধারণ শিক্ষার্থীদের ওপরও সশস্ত্র হামলা করে সন্ত্রাসীরা। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে কয়েকজন গুরুতর হয়।

Leave a Reply

scroll to top