চবিতে ভিসি মাসুদের পদত্যাগ দাবিতে মহাসড়ক ‘ব্লকেড’

New-Project-47-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ চবি প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক ব্লকেড (অবরোধ) করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধঘণ্টা পর বিকাল ৬টায় এ অবরোধ শেষ হয়।

ব্লকেড কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘জুলাইয়ের বাংলাদেশ, ফ্যাসিবাদের হয়নি শেষ’,
‘কুয়েটের সাথে আছে, চবিয়ান চবিয়ান’, ‘ ভিসি মাসুদ স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়’, ‘কুয়েট তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের আশিকুর রহমান বলেন, “জুলাই এখনো শেষ হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোন স্বৈরাচারের ঠাঁই হবে না। কুয়েট ভিসি সম্পূর্ণ অন্যায়ভাবে ৩৭জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। আজকের মধ্যে ভিসি মাসুদ পদত্যাগ না করলে আমরা আবার জুলাইয়ের সেই দেশব্যাপী ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

Leave a Reply

scroll to top