অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শুরু থেকেই আবার শুরু করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যেই আজ চতুর্থ দফায় দেশের বিভিন্ন রাজনৈতিক সংলাপে বসছেন তিনি। তবে পূর্বের ন্যায় এবারও সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি (জাপা)।
শনিবার (১৯ অক্টোবর) সংলাপে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেছেন জাপার মহাসচিব মুজিবুল হক।
তিনি বলেন, ‘সরকার হয়তো জাতীয় পার্টির মতামত নেওয়া প্রয়োজন মনে করছে না, সে কারণে আমাদের সংলাপে ডাকেনি। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’
শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সাত দল ও জোটের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এদের মধ্যে বিকেল ৩টায় গণফোরামের সঙ্গে সংলাপ দিয়ে শুরু হবে আলোনা। এরপর লিবারেল ডেমেক্রাটিক পার্টির সংলাপ হবে বেলা সাড়ে ৩টায়। বিকেল ৪টায় জাতীয় মুক্তি কাউন্সিল, বিকেল সাড়ে ৪টায় ১২ দলীয় জোট, বিকেল ৫টায় জাতীয়তাবাদী সমমনা দল, বিকেল সাড়ে ৫টায় এনডিএম, লেবার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য, সন্ধ্যা ৬টায় জাতীয় সমাজতান্ত্রিক দল(আ-প্র), সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় পার্টির (আন্দালিব) সঙ্গে সংলাপ দিয়ে বৈঠক শেষ করার কথা রয়েছে ড. ইউনূসের।