চট্টগ্রাম টেস্ট: প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি মার্করামের উইকেট

New-Project-2024-10-28T231940.839.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মিরপুর টেস্টের লজ্জা ভুলিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই চট্টগ্রামে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজ বাঁচানোর লড়াইয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না নাজমুল হোসেন শান্তর দল। প্রথম সেশনে মাত্র এক উইকেট পেয়ে লাঞ্চ বিরতিতে টাইগাররা।

দ্বিতীয় টেস্টের আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আগেরদিন অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেছেন জাকের আলী। জ্বরের কারণে দ্বিতীয় টেস্টের একাদশে নেই উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। মঙ্গলবার চট্টহগ্রামের জহুর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। লিটন দাস ও জাকের আলী ছাড়াও দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। এদের জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান, নাহিদ রানা। জাকেরের জায়গায় টেস্ট অভিষেক হয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের।

চট্টগ্রামের ব্যাটিং উইকেটে টসে জিতে শুরুটা বেশ ভালোই করেছে দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও  টনি ডি জর্জি। নতুন বলে তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রান। সাউথ আফ্রিকার দলীয় ২৭ রানে প্রথম আঘাতের সুযোগ পেলেও তা মিস হয়। হাসানের বলে ডি জর্জি ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলামের পাশ দিয়ে। ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল।

অবশেষে প্রথম সেশনের শেষ দিকে ব্রেক থ্রু আনেন তাইজুল ইসলাম। ১৮ তম ওভারে তাইজুলের হাওয়ায় ভাসানো বলে ডাউন দ্য উইকেটে এসে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দেন মার্করাম। ফেরার আগে ৩৩ রান করেছেন প্রোটিয়া অধিনায়ক।

৬৯ রানে প্রথম উইকেট হারানোর পরও বেশ সাবলীল ক্রিকেট খেলেছে সাউখ আফ্রিকা। ১ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চে গেছে তারা। ৪৯ রানে অপরাজিত আছেন ডি জর্জি, ২৩ রান নিয়ে ব্যাটিং করছেন ত্রিস্তান স্টাবস।

Leave a Reply

scroll to top