চট্টগ্রামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট স্টাডিজ (FIMS) বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জমকালো ইফতার মাহফিল ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৫) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের মেরিটাইম মিউজিয়াম ক্যাফেতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হন। এক মিলনমেলার আবহে সবাই ইফতারের পূর্বে পারস্পরিক পরিচিতি বিনিময় করেন এবং স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিভাগের বন্ধনকে আরও দৃঢ় করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বলেন, ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে চাকরি ও উচ্চশিক্ষার বিভিন্ন পর্যায়ে থাকা বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার এ সুযোগ সবাই উপভোগ করেছেন।
অনুষ্ঠানে নোবিপ্রবির ফিমস বিভাগের একাধিক ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং জুনিয়রদের জন্য কিছু দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, স্মৃতিচারণমূলক আলোচনা, শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিং, ইফতার ও নৈশভোজ।
অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নেটওয়ার্কিং ও সম্পর্ক রক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন সবাই। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে, যাতে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়।