চট্টগ্রামে আইনজীবী হত্যা, যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

New-Project-55-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রামে কোর্ট প্রাঙ্গণে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত ৫ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এ ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মেথর পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের।

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে একটি গলির মধ্যে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হচ্ছে।

Leave a Reply

scroll to top