চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ উপস্থিত থাকবেন সৃজিত মুখোপাধ্যায়

aaaaaaaaaaaaa-2301130600.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনের গল্প নিয়ে পশ্চিমবঙ্গের নির্মাতা ‘পদাতিক’ নামের যে সিনেমা বানিয়েছেন, সেটি দেখা যাবে ঢাকার চলচ্চিত্র উৎসবে। এ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল বছর ১৫ আগস্ট সিনেমাটি মুক্তি পায় পশ্চিমবঙ্গে। কথা ছিলো একই সময় এটি মুক্তি পাবে বাংলাদেশেও। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনে সেটি আর হয়নি।তবে এবার বাংলাদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ মিলছে,তাও সেটি বিনামূল্যে।

অবশেষে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ আজ বৃহস্পতিবার দেখা যাবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সৃজিত মুখার্জীর এই সিনেমাটি ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে। উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘পদাতিক’ দেখতে পারবেন দর্শক।এদিন সিনেমা প্রদর্শন শুরুর আগে রয়েছে পরিচিতি পর্বও।যাতে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা সৃজিতসহ কলাকুশলীদের।

২০২৩ সালের শেষের দিকে মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি নির্মাণের ঘোষণা আসে। যেখানে নির্মাতা সৃজিত মৃণাল চরিত্রে বেছে নেন চঞ্চলকে, কারণ সৃজিত মনে করেছিলেন, দুজনের মুখের দারুণ ‘মিল’ আছে। এ সিনেমায় প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও তার সময়ের গল্প এঁকেছেন সৃজিত।

বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। এছাড়া জিতু কমল, করক সামান্তাসহ আরও অনেকে অভিনয় করেছেন। বয়োপিকের চিত্রনাট্যও লিখেছেন সৃজিত, এ কাজে তাকে সহযোগিতা করেছেন মৃণাল সেনের ছেলে কুণাল। সিনেমাটি প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান।

Leave a Reply

scroll to top