ঘুমানোর আগে যেসব আমল করলে মিলবে অশেষ সওয়াব

New-Project-95.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

সারা দিনের ক্লান্তি দূর কর রাতের ৭-৮ ঘন্টার ঘুম। এই ঘুমও আল্লাহর নেয়ামত। অনেক আল্লাহভীরু বান্দা এই নেয়ামত ছেড়ে ইবাদতে মশগুল থাকে। তবে এমন কিছু আমলও আছে যেগুলো সঠিকভাবে পালন করলে অনেক সওয়াব মিলবে।

ঘুমের আগে যেসব আমলে মিলবে অশেষ সওয়াব:

১। সূরা ইখলাস তিনবার পড়ে বুক ও সারা শরীরে ফুঁ দেওয়া।
২। আয়াতুল কুরসি পড়া।
৩। সুরা বাকারার শেষ ২ আয়াত পড়া।
৪। সুরা কাফিরুন পাঠ করা।
৫। কুরআনের এক-তৃতীয়াংশ’ পাঠ করা।
৬। ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া ও ডান কাত হয়ে শোয়া।
৭। তাসবিহের আমল করা।
৮। সুরা মুলক পাঠ করা।
৯। ফজর ও এশা জামাতে আদায় করা।

Leave a Reply

scroll to top