গ্ল্যামার বেশিদিন থাকবে না: জান্নাতুল পিয়া

New-Project-34-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন জান্নাতুল ফেরদৌস পিয়া। এরপর থেকে শোবিজ অঙ্গনে নিয়মিত এ তারকা। মডেলিং, অভিনয়, উপস্থাপনার পাশাপাশি পেশায় তিনি একজন আইনজীবীও। সম্প্রতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪-এ ‘দশক সেরা মডেল’ খেতাবে সম্মানিত হয়েছেন পিয়া

ক্যারিয়ার ও নতুনদের নিয়ে পিয়া বলেন, ‘নতুনরা যারা মিডিয়াতে আসতে চায়, বিশেষ করে মেয়েরা, তাদের বলব, গ্ল্যামার বেশিদিন থাকবে না। সে ক্ষেত্রে পড়াশোনা ও নৈতিকতাটা জরুরি। কোনটা ভালো, কোনটা খারাপ নিজের বিবেচনা ও বিচারবুদ্ধি দিয়ে করতে হবে। শর্টকাটে কোথাও পৌঁছে যাবেন, এমন ভাবনা ভাববেন না। আমার নিজের ক্ষেত্রেও যদি বলি তবে আমি একজন মা, ব্যবসায়ী নারী, আইনজীবী, মডেল ও একজন উপস্থাপিকা। এতকিছু করতে পেরেছি কারণ আমি প্রতিনিয়ত স্কিল বাড়িয়েছি, যা কাজ করতে করতে। স্কিল অর্জন না করেই সব করতে চাই এমন ভাবা উচিত নয়। আরেকটি বিষয় হলো, জীবনে ক্যারিয়ারই সবকিছু নয়, পরিবারও গুরুত্বপূর্ণ। যারা মনে করেন যে বিয়ে করলে বা বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তারা ভুল। আজীবন ক্যারিয়ার নিয়ে থাকতে থাকতে একসময় দেখবেন পরিবার ছাড়া কেউ আর পাশে নেই।’

এতগুলো পেশা কীভাবে সামলান-জানতে চাইলে পিয়া আরও বলেন, ‘আমার সমস্যা হয় না। সাধারণত সবাই ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করলে আমি ১৬ থেকে ১৭ ঘণ্টা কাজ করি, এটাই তফাত। প্রতিদিন শুটিং থাকে, বাচ্চা আছে। কাজ বেশি করতে হয়; কিন্তু আমি হ্যাপি। যেহেতু বললাম শর্টকাট কিছু নেই।’

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে ‘সুজানা’ চরিত্রে অভিনয় করে হন প্রশংসিত। সে বছরই শিরোনামহীন ব্যান্ডের ‘আবার হাসিমুখ’ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায়। পরে ২০১৫ সালে তিনি একই সঙ্গে বেশ কটি চলচ্চিত্রে কাজ করেন। এর মধ্যে রয়েছে ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘দ্য স্টোরি অব সামারা’।

Leave a Reply

scroll to top