গ্রেফতার এড়াতে পানির ট্যাংকে লুকিয়েছিলেন আ.লীগ নেত্রী কাবেরী

New-Project-43-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

পানির ট্যাংকিতে লুকিয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার দেবপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য নেতাদের মতো নিরুদ্দেশ ছিলেন কাবেরী।

কাবেরীর পৈতৃক বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। তিনি জেলা আওয়ামী লীগের রাজনীতি করলেও বেশির ভাগ সময় থাকতেন চট্টগ্রামে। নগরির চকবাজার এলাকায় আত্মোগোপনে আছেন এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য পেয়ে তড়িঘড়ি করে পানির ট্যাংকে লুকান কাবেরী। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই পৈতৃক নিবাস দেবপাড়ায় অবস্থান কলছিলেন কােবেরী। সেই খবর পেয়েই সেখানে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু বাড়ি তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। নির্দিষ্ট ফ্ল্যাটে খুঁজে না পেয়ে বাড়ির ছাদে যান অভিযানকারীরা। সেখানে পানি দেখেতে পেয়ে সন্দেহ হয় তাদের। সন্দেহ আরও প্রকট হলে ট্যাংকের ঢাকনা খুলে পাওয়া যায় কবরীকে।

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে প্রচন্ড শীতের মধ্যেই পানিতে বসে ছিলেন তিনি। তাকে সেখানে লুকিয়ে রেখে পানির লাইনের সুইচ খুলে দেওয়া হয় যাতে তিনি ডুবে মারা না যান।

Leave a Reply

scroll to top