গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে বাসের মালিকসহ নিহত ২, আহত ১০

New-Project-24.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

গোপালগঞ্জে সদরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে মা এন্টারপ্রাইজের লোকাল ‘মা’ বাসের মালিক ইলিয়াস কাজী (৫৫) এবং যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী লোকাল বাস মা পরিবহন গোপিনাথপুর শরীফপাড়ায় যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল। এসময় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস লোকাল বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে লোকাল বাসটি ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। এসময় বাইসাইকেলআরোহী শামসুল মোড়ল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন লোকাল বাসটির মালিকসহ অন্তত ১১ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইলিয়াস কাজীকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

scroll to top