”গেট আউট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে আসছো” বলে জবি শিক্ষার্থীকে রেজিস্ট্রারের হেনস্তা

New-Project-2-18.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ জাহিদ হাসান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার দ্বারা হেনস্তার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত লিখিত অভিযোগ জানাতে গেলে রেজিস্ট্রার ক্ষিপ্ত হয়ে বলেন, “গেট আউট, বের করে দাও ওকে! এবং তিনি আরও বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন পড়তে আসছো”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে ঘটনাটি ঘটেছে। শহীদ সাজিদ একাডেমিক ভবনের গ্যারেজ থেকে গত তিন মাসে একাধিক সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা জোরদার ও ব্যবস্থা গ্রহণের দাবিতে কয়েকজন শিক্ষার্থী রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ নিয়ে গেলে, তিনি উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।

একটি অডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে রেজিস্ট্রারকে বলতে শোনা যায়, “আমরা শিক্ষার্থীদের মালামালের নিরাপত্তা দিতে পারবো না, মালামাল তাদের নিজেদের দায়িত্বে রাখতে হবে। শিক্ষার্থীরা কী খাবে, কোথায় থাকবে – এটা প্রশাসনের দায়িত্ব না। বিশ্ববিদ্যালয় এ ধরনের কোনো দায়ভার নেবে না।”

একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে আসো? এলাকায় কলেজে পড়লেই তো পারতে।” এরপর তিনি ইভান তাহসীবকে বের করে দিতে বলেন।

ইভান তাহসীব বলেন, “আমার এক ছোট ভাইয়ের সাইকেল চুরি হওয়ায় বিষয়টি রেজিস্ট্রারকে জানাতে যাই। তিনি শুরুতেই বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো গ্যারেজ নেই এবং শহীদ সাজিদ ভবনের আন্ডারগ্রাউন্ডের নিরাপত্তার দায় প্রশাসনের না। অথচ শিক্ষার্থীরা টিউশনি করে সেই টাকায় সাইকেল কিনে এবং সেই সাইকেল দিয়েই আবার টিউশনি করে। যদি গ্যারেজের নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে সেটি বন্ধ করে দেওয়া হোক, অথবা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হোক বিশ্ববিদ্যালয় কোনও মালামালের দায়িত্ব নেবে না।”

Leave a Reply

scroll to top