গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

New-Project-62-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত কাশেম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত শুক্রবার রাতে গাজীপুরে ফ্যাসিবাদী সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলায় গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, তাদের মধ্যেই ছিলেন কাসেম।

ঘটনার পর শনিবার সকালে ঢামেক হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, “গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ‘ডাকাত পড়েছে, যার যা আছে, তা নিয়েই এগিয়ে আসুন’—এমন মিথ্যা ঘোষণা দিয়ে মসজিদের মাইকে প্রচার চালানো হয়। এরপরই ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ও জাহাঙ্গীর বাহিনীর সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালায়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

scroll to top