গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হচ্ছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের ওই কারখানায় আগুন লাগে। আগুনে ১০ থেকে ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পর্যাপ্ত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।এদিকে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আশেপাশের বাসা বাড়িতে থাকা মানুষগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ ঘরবাড়ির মালামাল বের করে নিয়েছেন।