গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার আগুন লাগার ঘটনায় একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
রোববার দুপুর ২টার দিকে ফেনাসেমিকন নামের কারখানায় লাগা আগুন বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর থেকে আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে জয়দেবপুর থেকে আরও চারটি ইউনিট আসে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে রোববার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। কারখানার আশপাশের বসতবাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ নিয়ে আসতে থাকেন। মুহুর্মুহু বিস্ফোরণে আশপাশ প্রকম্পিত হয়ে ওঠে।