গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে ঝোপের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল
নিহত মো. ফালান (২৬), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। গত ৯ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন ফালান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।