গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। সোমবার (১২ ডিসেম্বর) ভোরে উপজেলার সুত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), আব্বাস জোয়াদ্দার (৬০), আব্বাস জোয়াদ্দারের ছেলে জাহিদুল ইসলাম (৪০), এবং মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)। নিহত চারজন এবং আহত আরও একজন অটোরিকশার যাত্রী ছিলেন। তারা সকলেই নির্মাণ শ্রমিক।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।