দীর্ঘদিনে আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল দখলদার ইসরায়েল ও হামাস বাহিনী। সেই অনুযায়ী আজ থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও গাজায় যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে হামাস যতক্ষণ পর্যন্ত জিম্মিদের নামের তালিকা প্রকাশ করছে না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হচ্ছে না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আজ যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়ার কথা। রোববার প্রধানমন্ত্রী আইডিএফকে নির্দেশ দিয়েছে যে হামাস জিম্মিদের নামের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে না।
তবে হামাস জানিয়েছে, কারিগরি কারণে নামের তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে।
আল জাজিরা বলছে, প্রথম ধাপের এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য হামাস ও ইসরায়েল উভয় পক্ষেই ব্যাপক আন্তর্জাতিক চাপ রয়েছে।
আল জাজিরার সাংবাদিক বলছে, আমি নিশ্চিত জিম্মিদের নামের তালিকা দেওয়ার জন্য কাতার হামাসের ওপর অনেক চাপ প্রয়োগ করবে।এর আগে নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধবিরতি অস্থায়ী এবং তার দেশ গাজায় পুনরায় হামলা চালানোর অধিকার রাখে।
বিবিসি বলছে, ইসরায়েল সরকার গতকাল শনিবার হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে।