গাজায় গণহত্যার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

New-Project-21-1.jpg

গাজায় গণহত্যার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

২৪ ঘণ্টা বাংলাদেশ

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা। সোমবার (৭ এপ্রিল) দুপুরে মাদ্রাসা যাত্রাবাড়ীর শান্তিবাগে অবস্থিত মাদ্রাসায়ে আবু হুরায়রা (রহ.)-এর উদ্যোগে কোনাপাড়া ও মধুবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তিবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কোনাপাড়ায় পৌঁছালে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী তৌহিদী জনতা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জ্বালাময়ী ও আবেগঘন বক্তব্য প্রদান করেন।

প্রতিবাদ সভা ও মিছিলটির নেতৃত্ব দেন মাদ্রাসা আবু হুরায়রা (রহ.)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ মুসা খান। তিনি বলেন, “গাজায় নিরীহ মানুষের ওপর যে বর্বরতা চলছে, তা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব মুসলিম উম্মাহকে এক কণ্ঠে এর প্রতিবাদ জানাতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন সারাদেশ থেকে আগত আলেমদের নিয়ে আয়োজিত পরিচালক কর্মশালায় অংশগ্রহণকারী শতাধিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এছাড়াও মাদ্রাসা আবু হুরায়রা (রহ.)-এর শিক্ষকগণও বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, “গাজায় মুসলমানদের রক্তে রঞ্জিত জমিন এখন মানবতার কবরস্থানে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এ সময় বক্তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান।

Leave a Reply