গাজাঁয় মুসলিম হত্যার প্রতিবাদে শাবিপ্রবির আইকেএসএস এর বিবৃতি

New-Project-12.jpg

গাজাঁয় মুসলিম হত্যার প্রতিবাদে শাবিপ্রবির আইকেএসএস এর বিবৃতি

২৪ ঘণ্টা বাংলাদেশ শাবিপ্রবি প্রতিনিধি

গাজাঁয় ইসরায়েলি দখলদার বাহীনি মুসলিম হত্যার প্রতিবাদে বিবৃতি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আইকেএসএস (Islamic Knowledge Seekers of SUST)।

বিবৃতিতে বলা হয়, দখলদার সন্ত্রাসী ইসরায়েল ও তার মিত্র আমেরিকা-ইউরোপের সম্মিলিত হামলায় গাজ্জায় ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালিয়ে যাচ্ছে। নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ থেকে শুরু করে স্বাস্থকর্মী, সাংবাদিক কেউই রেহাই পাচ্ছে না। এর শেষ অংশটুকুও দখল না করা পর্যন্ত, মুসলিমদের একটা চিহ্নও বাকি থাকা পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন বন্ধ না করার যে সুপরিকল্পিত পরিকল্পনা তা বাস্তবায়নের হয়তো আর অল্পকিছু মূহুর্ত বাকি।

এতে বলা হয়েছে, সারা বিশ্ব নির্বাক! কেউ কিছু বলছে না। মানবাধিকারের বুলি আওড়ানো পশ্চিমা সংস্থা, মিডিয়া এবং তথাকথিত সভ্য সমাজ এ বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া তো দূরে থাক, সবধরনের সহায়তা দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম বিশ্বের অবস্থা আজ করুণ। ৫৭টি মুসলিম রাষ্ট্র আজ জাতীয়তাবাদের অভিশাপে বিভক্ত। তাদেরই ভাই-বোনেরা শহীদ হচ্ছেন, আর তারা নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে—এ যেন সভ্যতার চরম পরিহাস। মুসলিম হয়েও কিছু করতে না পারার চেয়ে বড় দায়বদ্ধতা আমাদের জন্যে আর কি হতে পারে? আমরা, Islamic Knowledge Seekers of SUST (IKSS) এর পক্ষ থেকে ইতিহাসের এই নির্মমতম নিষ্ঠুরতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দখলদার ইসরায়েলকে এর উপযুক্ত জবাব দিতে হবে। তাদেরকে পাওনা বুঝিয়ে দেয়া হবে। একটা ইহুদিকেও ছেড়ে দেয়া হবে না; ছাড় দেয়া হবে না এদের কোনো সহযোগিকে।

আমরা মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—ওমর ইবনুল খাত্তাব, সালাহউদ্দিন আইয়্যুবি, রুকনুদ্দিন বায়বার্সদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা যেন ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে দাঁড়ায়, জালেমের জুলুম থেকে তাদের রক্ষা করে; প্রত্যেক ব্যক্তি যেন তার নিজ নিজ অবস্থান থেকে মুসলিম উম্মাহর খেদমতে নিজেকে এবং নিজের আহলকে তৈরি করে।

আগামী ৭ই এপ্রিল ২০২৫, বিশ্বব্যাপী অনুষ্ঠিতব্য “The World Stands for Gaza” কর্মসূচির সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। একইসাথে, আমরা বাংলাদেশের সরকারকে আহ্বান জানাচ্ছি—এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে এবং আন্তর্জাতিক মহলে এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে।

Leave a Reply

scroll to top