গভীর রাতে শিক্ষার্থীর মাথায় খসে পড়ল পলেস্তারা

New-Project-2025-01-06T200753.311.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীর মাথায় বড় আকারের পলেস্তারা খসে পড়েছে। এতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে গেছে।

মঙ্গলবার (৭ই জানুয়ারি) রাত দেড়টার দিকে মুহসীন হলের ২০৪ নম্বর রুমে পলেস্তরা খসে পড়ে শিক্ষার্থীর মাথায়। ফলে একাধিক ক্ষতের সৃষ্টি হয় তার মাথায়।

আহত শিক্ষার্থী হলেন– হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ রুমের আবাসিক শিক্ষার্থী মাসুদ। তার মাথার দুই জায়গায় ফেটে গেছে। তার মধ্যে এক জায়গার ক্ষত বেশ গভীর।

জানা যায়, রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ নম্বর রুমে মশারি টানিয়ে ঘুমাতে যান মাসুদ ও ফরহাদ জোবায়ের। রাত সোয়া ১টার দিকে হঠাৎ পলেস্তারা খসে সোজা মাসুদের মাথায় পড়ে। যার ওজন প্রায় ৫-৭ কেজি। এতে তার মাথার দুই জায়গা ফেটে যায়। তবে পলেস্তারা মশারির ওপরে পড়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যান এ শিক্ষার্থী।

পলেস্তরা খসে পড়ার বিষয়টি মুহসীন হলে নতুন নয়। এ বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।

Leave a Reply

scroll to top